Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tritiyo Ripu Lyrics | তৃতীয় রিপু | Taalpatar Shepai Lyrics - Pritam Das

Collection Pritam Das

Tritiyo Ripu Lyrics | তৃতীয় রিপু | Taalpatar Shepai Lyrics

 Lyrics Forest   788


Tritiyo Ripu Lyrics | তৃতীয় রিপু | Taalpatar Shepai lyrics (Primary language)

চাঁদ গলে গলে জোছনা ভেজানো

বনভূমি পথঘাট,

আধো ঘুমে আলো নিভিয়ে রেখেছে

জোনাকির তল্লাট। 

 

ঝিমু দোল খেয়ে গরুর গাড়িটি

বাঁক নিলো মেঠো পথে,

জেগে আছে বধূ আঁচল আড়ালে

ঘুম মুছে কোনওমতে। 

 

দুলকি চালে চলছে গাড়ি

ব্যস্ততারা বাদ,

কাজলা দিদির বাঁশবাগানে

রূপোর মতো চাঁদ। 

রু রু রুরুরু..

 

আড়াল টেনে যাচ্ছে বধূ

না জানি কোন দেশে,

প্রহরী দুই লালকমল আর

নীলকমলের বেশে। 

 

রহস্য এক বাক্স কোলে

সাধারণ সে তো না,

আলপনা তার হীরে মানিক 

জাফরি কাজে বোনা ..

আগলে তাকে চলছে বধূ

সতর্ক সে খুব,

মাঝপথে তাও ক্লান্তি এসে

দু'চোখ ঘুমে ডুব। 

রু রু রুরুরু ..

 

রইলো জেগে চালক শুধু

সুযোগ পাওয়ার ছলে,

ঘুম নামলেই বাক্স কেড়ে

পালিয়ে যাবে বলে। 

গভীর ঘুমে অতল বধূ

বাক্স নিয়ে দৌড়..

ছুটতে ছুটতে বনের ভেতর

নিবিড় গহন পুর..

বাক্স কেড়ে খুলতে গিয়েই

বিপদ গোনে প্রহর,

বদলে গিয়ে বিরাট কায়া

ছোট্ট একটি মোহর। 

 

আড়মোড়াতে উঠলো বধূ

মায়াবী ঘোর থেকে,

সোনার নূপুর বাজিয়ে গেল

বনের পথে বেঁকে। 

 

ঠিক সেখানেই আসলো হেঁটে

বাক্স পড়ে একা,

তার দু'ঠোঁটে তির্যক এক

হাসির রেখা আঁকা। 

 

বুঝলো ঠিকই ঘটেছে কী

চেনা ছকের ফাঁদ,

রহস্যময়ী আসছে মৃদু 

সঙ্গী ফালি চাঁদ। 

উড়িয়ে দিলো শান্ত আঁচল

দামাল হাওয়া কোনও,

তৃতীয় রিপু কাউকে ক্ষমা 

করেনি কক্ষনও,

তৃতীয় রিপু কাউকে ক্ষমা 

করেনি কক্ষনও ..

 

Tritiyo Ripu Lyrics | তৃতীয় রিপু | Taalpatar Shepai lyrics in English

Chand gole gole jochona vejano

bonobhumi pothghat

Aadho ghume aalo nibhiye rekheche

Jonakir tollat

Jhimu dol kheye gorur gariti

Bank nilo metho pothe

Jege ache bodhu anchol arale

Ghum muche konomote

Dulki chaale cholche gari

Bestotara baad

Kajla didir banshbagane

Ruper moto chand

Aral tene jacche bodhu

Na jani kon deshe

Prohori dui laalkomol aar

Neelkomoler beshe

Rohosshyo ek baksho koley

Sadharon se toh na

Aalpona taar hire manik

Jafri kaaje bona

Aagle taake cholche bodhu

Sotorko se khub

Majhpothe taao klanti eshe

Duchokh ghume doob